২৭ জুলাই ২০২৪, শনিবার

সিলেটে কুশল মেন্ডিস ঝড়, শ্রীলঙ্কার সংগ্রহ ১৭৪ রান

- Advertisement -

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে করেছিলেন ৫৯ ও ৩৬ রান। তৃতীয় ম্যাচে যেন নিজেকে ছাড়িয়ে যেতে নেমেছিলেন কুশল মেন্ডিস। ৫৫ বলে খেলেছেন ক্যারিয়ার সেরা ৮৬ রানের ইনিংস। তাতেই ১৭৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২০ ওভারে ১৭৫ রান।

চলমান টি-টোয়েন্টি সিরিজের গত দুই ম্যাচে টসে জিতেছিলেন নাজমুল হোসেন শান্ত। এদিনও টস ভাগ্য সহায় হয়নি শ্রীলঙ্কার। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে এক মুহুর্তও দেরি করেননি শান্ত। টাইগার অধিনায়কের লক্ষ্যটা পরিস্কার, যতটা সম্ভব কম রানে প্রতিপক্ষকে আটকে দেওয়া। তবে সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটে সেই কাজটা করতে পারেনি বাংলাদেশের বোলাররা।

আভিষ্কা ফার্নান্দোর পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি ধনাঞ্জয়া ডি সিলভা। তাসকিন আহমেদের বলে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ১২ বলে করেছেন মাত্র ৮ রান। তবে আরেক ওপেনার শুরু থেকেই টাইগার বোলারদের উপর চড়াও হয়ে খেলেছেন। ৩৫ বলে চলমান সিরিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন ডানহাতি এ ব্যাটার। এরপর আরও ভয়ংকর হয়ে উঠেছিলেন তিনি, ছুটছিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দিকে। কিন্তু ৮৬ রানে থামতে হয়েছে তাকে। ৫৫ বলের ইনিংসে ৬টি করে বাউন্ডারি ও ছক্কা মেরেছেন কুশল।

৫৫ বলে ৮৬ রানের ইনিংস খেলেছেন কুশল মেন্ডিস

কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুসরা পারেননি তেমন কিছুই করতে। দাসুন শানাকা করেছেন ৯ বলে ১৯ রান।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। রিশাদ হোসেন ২ উইকেট নিতে খরচ করেছেন ৪ ওভারে ৩৫ রান। ১টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img