২০ জানুয়ারি ২০২৫, সোমবার

সিলেটে ঢাকা মেট্রোর বিপক্ষে ‘দিপুর’ সেঞ্চুরি

- Advertisement -

সিলেটে তৃতীয় দিন শেষে ছিলেন ৯৭ রানে অপরাজিত। যুব বিশ্বকাপজয়ী তারকা শাহাদাত হোসেন দিপু প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বিতীয় শতকটা তুলে নিলেন দিনের শুরুতেই। ঢাকা মেট্রোর পেসার আবু হায়দার রনিকে ডিপ একস্ট্রা কাভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে করেছেন সেঞ্চুরি।

এর আগে প্রথম শেণির ক্রিকেটে দিপুর সর্বোচ্চ রান ছিল ১০৮, চলমান বছরের শুরুতে রাজশাহী বিভাগের বিপক্ষে খেলেছিলেন সেই ইনিংস। কিন্তু, প্রতিভার জানান দিতে পারছিলেন না এই তরুণ খেলোয়াড়। প্রথম শতকের দেখা পাওয়ার পর পাচ্ছিলেন না রানের দেখা। চারটি টি-টোয়েন্টিসহ ১৩ ইনিংসে অর্ধশতকের দেখা পেয়েছেন মাত্র তিনবার। ২০ রানের বৃত্তেই খেয়েছেন ঘুরপাক প্রতি ইনিংসেই।

ঢাকা মেট্রোর বিপক্ষে ইতোমধ্যেই ২২৫ রানের লিড নিয়েছে চট্টগ্রাম বিভাগ। ম্যাচ এগোচ্ছে ড্রয়ের দিকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img