৪ ডিসেম্বর ২০২৪, বুধবার

সুখবরের বন্যায় ভাসছে ‘বাংলাদেশ ক্রিকেট’

- Advertisement -

নেগেটিভ শব্দটা শুনলেই সবার আগে নেতিবাচক ভাবনার কথাই মাথায় আসে। কিন্তু, সেই ‘নেগেটিভ’ শব্দটাই ইতিবাচক হয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেটে। নিউজিল্যান্ডে থাকা বাংলাদেশ দলের সবার করোনা নেগেটিভ আসার দিনে ‘নেগেটিভ’ এসেছে ওমিক্রনে আক্রান্ত দুই টাইগ্রেস খেলোয়াড়েরও। চৌদ্দদিন পর অবশেষে কোয়ারেন্টিন থেকে মুক্তি পেতে যাচ্ছেন নারী দলের দুই ক্রিকেটার।

জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপে অংশগ্রহণের সুখবর নিয়েই বাংলাদেশের মাটিতে পা রেখেছিল নারী দল। কোয়ারেন্টিন পর্ব যেদিন শেষ হবে, সেদিনই খবর এলো দুই ক্রিকেটারের করোনায় আক্রান্তর; ধরণটাও সদ্য শঙ্কার জন্ম দেওয়া ওমিক্রনের। বাকি খেলোয়াড়দের বাসায় পাঠিয়ে দিয়ে ঐ দুজনকে রেখে দেওয়া হয় হোটেলে, বাড়ানো হয় কোয়ারেন্টিন।

একই ঘটনা নিউজিল্যান্ডেও; টাইগাররা যখন অনুশীলনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, তখন জানতে পারেন করোনায় আক্রান্ত স্পিন কোচ রঙ্গনা হেরাথ। বন্ধ হয়ে যায় অনুশীলনের দড়জা, বাড়িয়ে দেওয়া হয় কোয়ারেন্টিন। অবশেষে রোববার এসেছে সুখবর, করোনা পরীক্ষায় পজিটিভ আসেনি কারোরই। একই দিনে বাংলাদেশ ক্রিকেটে স্বস্তির দুই সংবাদ, এ যেনো দারুণ কিছুরই পূর্বাভাস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img