থাকার কথা ছিল দলের সঙ্গে, তবে থাকতে হচ্ছে আইসোলেশনে। খুব স্বাভাবিক, করোনা পজিটিভ বিসিবি পরিচালক ও শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। তার করোনা পজিটিভের খবর এসেছে শনিবার, তবে শুক্রবার থেকেই সুজন ছিলেন আইসোলেশনে, দল থেকে দূরে।
সুজন করোনা আক্রান্ত হলেও আপাতত তার পরিবর্তে কাউকে নিয়োগ দিচ্ছে না বিসিবি। ঘরের মাঠে সিরিজ বলেই সুজনের বিকল্প নিয়ে ভাবছে না বোর্ড, জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
‘করোনা পজিটিভ হওয়ায় সে দলের সঙ্গে নেই। যেহেতু ঘরের মাঠে খেলা তাই টিম লিডারের দায়িত্ব আমরাই দেখব। এই দায়িত্ব নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না।‘
করোনা আক্রান্ত হলেও আপাতত সুস্থ আছেন বলেই সুজন নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এছাড়াও পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক এই অধিনায়ক।