৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

সুপার টুয়েলভে সর্বোচ্চ রানের তালিকায় আছেন শান্ত, কিন্তু ‘ইম্প্যাক্ট’ কতটুকু?

- Advertisement -

গত কয়েকদিন ধরেই নাজমুল হোসেন শান্তকে নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ার সমালোচনার ঢল। স্লো ব্যাটিং, অতিরিক্ত ডট বল খেলা, স্ট্রাইক রেট, সঠিক সময়ে রান স্কোরিং শট খেলতে না পারা এবং টেকনিক সব কিছু নিয়েই প্রশ্ন করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

তারপরও সবকিছু ছাপিয়ে নাজমুল শান্ত সর্বোচ্চ রান তোলার তালিকায় সুপার টুয়েলভে রয়েছেন সেরা পাঁচের মধ্যে। ৪ ম্যাচে ব্যক্তিগত ১২৬ রান নিয়ে আছেন লিস্টের চার নম্বর পজিশনে। তবে সেরা চারে থেকেও তেমন কোন ‘ইমপ্যাক্ট’ রাখতে পারেননি তিনি।

বাংলাদেশের ব্যাটিং কন্সালটেন্ট শ্রীধরন শ্রীরাম যখন দ্বায়িত্ব নেন বাংলাদেশের তখনই তিনি বলেন “পারফর্ম্যান্স টি-টুয়েন্টিতে ওভাররেটেড, আমাদের প্রয়োজন ইম্প্যাক্ট” কিন্তু সত্যিকার অর্থে নাজমুল শান্তর বিশ্বকাপের পারফর্ম্যান্স বিবেচনায় তা যেন পুরো উল্টো। কন্ডিশন বিবেচনায় একমাত্র জিম্বাবুয়ে ছাড়া বাকি কোন ম্যাচেই রাখতে পারেননি ইম্প্যাক্ট।

তাছাড়াও তার পাওয়ার প্লে তে দ্রুত গতিতে রান তুলতে না পারার কারনে দলকে পড়তে হয়েছে আরো বিপদে।  পরে যারাই ব্যাট করতে এসেছেন চাপে পড়ে মেরে খেলে রানরেট ঠিক করতে গিয়ে উল্টো উইকেট দিয়ে এসেছেন। এমনকি ভারতের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচে ভুল কলের কারনে অসাধারণ খেলতে থাকা লিটন দাশকেও হারাতে হয়েছে তার উইকেট।

পরবর্তীতে এত ভাল শুরু করেও বাংলাদেশে শেষমেশ ম্যাচটি নিজেদের করে নিতে পারেনি। শান্তও আউট হয়ে ফিরেছেন ২৫ বলে মাত্র ২১ রান করে ৮৪ স্ট্রাইক রেটে। ফলে এই ধীর স্ট্রাইক রেটই পরে দাঁড়ায় কাল হয়ে; বাংলাদেশ ম্যাচটা হারে মাত্র ৫ রানে। তাই নাজমুল শান্ত সুপার টুয়েলভে সর্বোচ্চ রানের তালিকায় থাকলেও দিলের জন্য সেটা খুব ভাল ফল বয়ে আনতে পারেনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img