বিশ্বকাপে রোববার মাঠে গড়াবে তিন ম্যাচ। একই দিনে খেলবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। এই ম্যাচগুলোই বলে দিতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ।
দিনের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুই ম্যাচে এক জয় নিয়ে গ্রুপ-২ এ টাইগারদের অবস্থান চার। অন্যদিকে দুই ম্যাচ খেলে তিন পয়েন্টস নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে আছে জিম্বাবুয়ে। এই ম্যাচ জিতলে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

অন্যদিকে পার্থে গড়াবে দিনের দ্বিতীয় ম্যাচ। নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। ভারত ও জিম্বাবুয়ের সাথে হেরে সেমিফাইনালে যাওয়ার পথ কঠিন হয়েছে ফেভারিটদের। জয় ছাড়া বাবর আজমের দলের আপাতত কোনো রাস্তা নেই। আর যদি বৃষ্টিতে ম্যাচ পন্ড হয়, তবে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হবে পাকিস্তানকে। শনিবার পর্যন্ত পয়েন্টস টেবিলে দলটির অবস্থান পাঁচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।