২৭ জুলাই ২০২৪, শনিবার

সুপার-১২ খেলতে দুবাইয়ে টাইগাররা

- Advertisement -

পেছন ঘুরে লিটন দাস কিছু একটা বললেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে; বলেই হেসে দিলেন দুজনেই। রিয়াদের পেছনে পেছনে আসা আফিফ হোসেন-মোহাম্মদ সাইফউদ্দিন ভীষণ ‘সিরিয়াস’। সানগ্লাস চোখে সৌম্য সরকার; সানগ্লাসে কি নিজের কষ্টটাকেই আড়াল করার চেষ্টা করলেন একটু? মুস্তাফিজুর রহমানের মুখে নেই পরিচিত হাসিটা, দেখেই বোঝা যায় উইকেট পেতে কতটা ক্ষুধার্ত হয়ে আছেন টাইগার পেসার!

রিয়াদ-লিটন একসাথে

সকল বাধা-বিপত্তি পেরিয়ে ওমান পর্ব শেষে দুবাইয়ে টাইগাররা। চোখমুখ জুড়ে হতাশাটা নেই, বরং প্রত্যেকেই যেন দুর্দান্ত কিছু করতে দৃঢ়প্রত্যয়ী। সুপার-১২তে রোববার টাইগারদের সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর একে একে খেলবেন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে টাইগাররা জেতেনি একটাও ম্যাচ। এবারে কি ঘোচাবে সেই ব্যর্থতা?

সাকিব আল হাসান আছেন দুর্দান্ত ফর্মে। বল হাতে সেরা ছন্দে মাহেদি হাসান-মোহাম্মদ সাইফউদ্দিনরাও। ব্যাট হাতে টপঅর্ডারে কিছুটা সমস্যা থাকলেও, সেটা টাইগাররা কাটিয়ে ওঠার চেষ্টাতেই যে আছেন তার প্রমাণ মিলেছে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচেই। দলীয় পারফরম্যান্সে এসেছে দুই জয়; এভাবে চলতে থাকলেই জয়টা ধরা দেবে বাকি ম্যাচগুলোতেও, সেটা অনুমান করাই যায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img