২১ সদস্যের দল নিয়ে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল, বৃহস্পতিবার ছিল পয়লা দিনের অনুশীলন। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ শেষে ঘোষণা করা হবে মূল দলের স্কোয়াড। তার আগে সাইফ হাসান জানালেন, সুযোগ পেলে কাজে লাগাতে চান।
‘রান করলে অনেক আত্মবিশ্বাস থাকে। আর ব্যাটিং প্রস্তুতি ও ফিটনেসের দিক থেকে খুব ভালো ছিল। যদিও ম্যাচ খেলিনি, জাতীয় দলের সঙ্গে যতদিন ছিলাম, ভালো অনুশীলন হয়েছে। সব মিলিয়ে আমার আমার মনে হয়, প্রস্তুতি খুব ভালো। আত্মবিশ্বাসও খুব ভালো আছে। যদি সুযোগ পাই, কাজে লাগানোর চেষ্টা করব।‘
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে বিতর্কিতভাবে সাইফ হাসানকে উপেক্ষা করা হয়, খেলানো হয় সৌম্য সরকারকে। জবাবটা সাইফ হাসান দিয়েছেন আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে এবং জাতীয় লিগে সেঞ্চুরি করে। প্রস্তুতি নিয়ে কোনো ঘাটতি নাই সাইফের মনে, সাম্প্রতিক পারফর্মেন্স জোগাচ্ছে প্রেরণা।
‘আয়ারল্যান্ডের বিপক্ষে যখন খেলেছি, ওখানেও একটা ভালো সিরিজ হয়েছে। এখানে আসার আগে জাতীয় লিগেও খুব ভালো একটা প্রস্তুতি ছিল। সব মিলিয়ে খুব ভালো প্রস্তুতি। আশা করি, ওই পারফরম্যান্সগুলা এখানে কাজে লাগবে।‘