একজন ক্রিকেটারের জন্য বিতর্ক, সমালোচনার জবাব দেয়ার সুযোগ থাকে মাঠের পারফর্ম্যান্স দিয়ে। সমালোচনা বন্ধ করার এটাই একমাত্র পথ। অলরাউন্ডার নাসির হোসেন কিছুদিন আগে বিয়ে বিতর্কে জড়িয়ে আলোচনা-সমালোচনার ঝড় তুলেন। বিতর্ক থেকে আড়াল হতে বেছে নেন জাতীয় ক্রিকেট লিগকে। বলেছিলেন ৬ ম্যাচে এক হাজার রান করতে চান তিনি।
প্রথম ম্যাচেই তার ছাপ রাখলেন। শুরু করেছেন সেঞ্চুরি দিয়ে। রংপুরের হয়ে খেলছেন ঢাকা বিভাগের বিপক্ষে। আগের দিনই সেঞ্চুরির করার সব বন্দোবস্ত করে রেখেছিলন। ৭ রান দূরে ছিলেন। ৯৩ রানে অপরাজিত থাকা নাসির তৃতীয় দিন সকালেই ছুঁয়ে ফেলেন তিন অংক।
তবে ৯৯ রানে আউট হওয়া থেকে বেঁচে যান। ওই ওভারেই সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি স্পর্শ করেন ২১৮ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার অষ্টম সেঞ্চুরি।
শেষ পর্যন্ত ১১৫ রানে আউট হন, সালাউদ্দিন শাকিল বোল্ড করেন। ২৫২ বলের ইনিংসটি সাজান ১১টা চার ও দুই ছক্কায়।