ইনজুরি কাটিয়ে দ্রুত মাঠে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। আইপিএলের বাকি অংশে মাঠে দেখা যাবে দিল্লী অধিনায়ককে; যদিও তার অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছেন শিখর ধাওয়ান। ২৪ মার্চ পুনেতে ইংল্যান্ডের সাথে প্রথম ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান আইয়ার। অস্ত্রোপচার করা হলে, মাঠ থেকে ছিটকে যান দীর্ঘ সময়ের জন্য।
প্রায় ছয় মাস পর মাঠে ফিরতে আগ্রহী আইয়ার। মাঠে নামার আগে সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন এই তারকা; জানিয়েছেন কতটা কঠিন ছিল ইনজুরিতে পড়ার সময়টা।
“মাঠে ফিরতে পারব ভেবে দারুণ লাগছে। পুরো জার্নিটা অসাধারণ ছিল, আমি এক মুহুর্তের জন্যও দ্বিধায় ভুগিনি। কিন্তু যখন চোট পাই তখন বুঝে উঠতে পারছিলাম না কি করব! আমি ড্রেসিংরুমে গিয়ে খুব কেঁদেছিলাম। আমি মেনে নিতে পারছিলাম না যে, আমি মাঠ থেকে ছিটকে যেতে চলেছি। কিন্তু, দিনশেষে আপনাকে এসবের মধ্য দিয়ে যেতেই হবে এবং আপনাকে মেনেও নিতে হবে”- সংবাদমাধ্যমকে বলছিলেন আইয়ার
যখন ইনজুরিতে পড়েন, তখন ক্যারিয়ারের সেরা সময় পার করছিলেন আইয়ার। এমন সময়ে এরকম অনাকাঙ্ক্ষিত কিছু যে মেনে নেয়াটা কঠিন সেটা মনে করিয়ে দিয়েছেন তিনি।
“যখন আপনি এরকম ইনজুরির মধ্য দিয়ে যাবেন, তখন আপনাকে শক্তিশালী হয়ে ফিরতে প্রতয়ি হয়ে উঠতে হবে। যখন আমি বুঝতে পারলাম, আমাকে ছুরির নিচে যেতে হবে, আমি সেটা কোনভাবেই মেনে নিতে পারছিলাম না। কারণ, আমি তখন ক্যারিয়ারের তুঙ্গে ছিলাম, আমি কঠোর পরিশ্রম করেছিলাম”- বলছিলেন আইয়ার
এইমুহুর্তে আইয়ারের লক্ষ্য অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ টি-টোয়েন্টি আসরের ভারত দলে জায়গা করে নেয়া।
“আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার জন্য দারুণ সুযোগ, বিশেষ করে চোট থেকে ফিরেই আইপিএল এবং তারপর বিশ্বকাপের মত আসর। ভারতীয় খেলোয়াড়দের জন্য দুটোই অনেক বড় মঞ্চ এবং আমরা সবসময়ই ভারতের প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে থাকি”-টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বলছিলেন আইয়ার
কিন্তু, ভারতের মত দলে খেলার সুযোগ যে সবসময়েই আসেনা, সবার কপালে জুটেনা সেটা জানেন আইয়ার। তাই, আইপিএলে খেলতে চান দুর্দান্ত কিছু ইনিংস। নিজের শোকগুলোকে শক্তিতে পরিণত করে এগিয়ে নিতে চান নিজেকে, আবারও প্রতিনিধিত্ব করতে চান জাতীয় দলের।