প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২৮৬ রান করার পর, অনেকেই হয়তো ইংল্যান্ডের জয় দেখছিলেন। দাওয়িদ মালান-বেন স্টোকসের ব্যাটে জয়ের পথেই ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে হঠাৎ ছন্দপতন আর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অজিদের থেকে ৩৩ রান দূরত্বে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। জস বাটলারদের হারিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখল অস্ট্রেলিয়া, পয়েন্ট তালিকার তলানিতে রইল থ্রি লায়ন্সরা।
অস্ট্রেলিয়ার ২৮৬ রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই জনি বেয়ারস্টোর উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় ১৯ রানের মধ্যে প্যাভিলিয়নের পথ ধরেন জো রুটও। এরপর দলের হাল ধরেন মালান-স্টোকস। দুজনে মিলে গড়েন ৮৪ রানের জুটি। তাতেই টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের পথে ছিল ইংল্যান্ড।
ফিফটি পূর্ণ করা মালানকে আউট করে ম্যাচে ফিরে অস্ট্রেলিয়া। এরপর দ্রুত প্যাভিলিয়নে ফেরেন স্টোকসও। তার আগে খেলেন ৯০ বলে ৬৪ রানের মূল্যবান ইনিংস। জস বাটলার-লিয়াম লিভিংস্টোন পারেননি তেমন কিছু করতে। তবে মঈন আলী ইংল্যান্ডকে ম্যাচে রেখেছিলেন। তাকে ফেরান অ্যাডাম জাম্পা। শেষ দিকে আদিল রশিদ-ক্রিস ওকস আশা জাগিয়েও পারেননি ইংল্যান্ডকে জেতাতে। শেষ পর্যন্ত ৩৩ রানের জয় পায় প্যাট কামিন্সরা।
অস্ট্রেলিয়ার হয়ে ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে তিন উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা। দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড।