২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

সেমিতে মুখোমুখি হচ্ছে সেভিয়া-বার্সা

- Advertisement -

লা লিগায় সমান সংখ্যক জয় নিয়ে টেবিলের তিন এবং চারে আছে যথাক্রমে বার্সেলোনা এবং সেভিয়া। ইউরোপিয়ান ফুটবলের অন্যতম ত্রাস সেভিয়ার মাঠে আজ হতে যাচ্ছে কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগ। যদি সার্জিনো ডেস্টের বদলে বার্সার সেন্টার ব্যাক মিগুয়েজাকে দেখা যায় মাঠে, তাহলে ফির্পোকে ডানে রেখে হর্দি আলবাকে বামে খেলানোর সম্ভাবনা আছে। তবে ফর্মে থাকা আরাউহোকে বিশ্রামে থাকতে হচ্ছে বেতিসের বিপক্ষে শেষ ম্যাচে ইনজুরিতে পড়ার কারণে। পিজ্যানিক এবং ব্রেইথওয়েটও স্কোয়াডের বাইরে!

বার্সার আজকের ফুল স্কোয়াডঃ স্টেগান, নেতো, পেনা; মিগুয়েজা, লেংলেট, উমতিতি, আলবা, ফির্পো; পুই, পেদ্রি, বুস্কেতস, ডি জং, ম্যাথেউস, কলাদো, ইলাইজ; গ্রিজমান, মেসি, ডেম্বেলে, ত্রিনকাও, কনরাড।র

অন্যদিকে সুখে নেই সেভিয়াও। গেতাফের বিপক্ষে শেষ ম্যাচে ওকাম্পোসের ইনজুরি, জেসুস নাভাসের হিপ ইনজুরি; সব মিলিয়ে নতুন ভাবে তাদের ফরমেশনে পরিবর্তন আসবে আজ। তবে মজবুত ডিফেন্স গড়তে প্রস্তুত আছে সেভিয়া। মিডফিল্ডে রাকিটিচের সাথে দেখা হবে আজ পুরোনো সতীর্থ মেসি, গ্রিজমানদের।  

সেভিয়ার বিপক্ষে বার্সা অধিনায়ক মেসির ৩৮ দেখায় ৩৭ গোলের এবং ১৮ অ্যাসিস্টের রেকর্ড আছে। আজ রাত ২টায় ত্রিশ বারের কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনার মুখোমুখি হচ্ছে সেভিয়া।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img