২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

সেমিফাইনালের আগে দুইদিন আইসিইউতে ছিলেন রিজওয়ান

- Advertisement -

সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাকিস্তান। কিন্তু, পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ান ঠিকই আলো ছড়িয়েছেন ম্যাচে। অথচ, সেমিফাইনালে তার খেলা নিয়েই ছিল সংশয়। প্রথমে কারণ হিসেবে ফ্লু এবং সামান্য জ্বর জানানো হলেও, ম্যাচশেষে পাকিস্তান দলের চিকিৎসক নাজীব সামরু জানালেন দুইদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন রিজওয়ান!

“ফুসফুসের সমস্যাজনিত কারণে মোহাম্মদ রিজওয়ান ৯ নভেম্বর থেকেই আইসিইউতে ভর্তি ছিল। সুস্থ্য হওয়ার জন্য দুইদিন সেখানেই থাকতে হয়েছে তাকে”

হাসপাতাল থেকে ফিরেই সেমিফাইনালে খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগেন পাকিস্তান ওপেনার। এবং, অবিশ্বাস্যভাবে ম্যাচের পূর্বে খেলার জন্য নিজেকে ফিট হিসেবে প্রমাণ করেন, “বেশ দ্রুত সে সেড়ে উঠেছে। দেশের হয়ে খেলতে সে বরাবরই দৃঢ়প্রতিজ্ঞ। আর, সেটা সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই প্রমাণ করেছে।”

তকে, রিজওয়ানকে সকলের সম্মতিতেই খেলানো হয়েছে বলে জানিয়েছেন সামরু, “সকলের সম্মতিতেই তাকে দলে নেয়া হয়েছে। রিজওয়ানের মতো একজন দলে থাকলে দলের প্রত্যেকেই আস্থা পায়।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img