বিশ্বকাপে টানা চার ম্যাচে জিতে স্বপ্নের মতো শুরু করেছিল নিউজিল্যান্ড। এরপরই মুদ্রার উল্টো পিঠ দেখেছে তারা একে একে হেরেছে টানা চার ম্যাচ। তাই সেমিফাইনালে যেতে হলে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত। এমন সমীকরণ মাথায় নিয়েই কুশল মেন্ডিসের দলের বিপক্ষে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন।
অন্যদিকে অনেক আগেই সেমির দৌড় থেকে ছিটকে যাওয়া শ্রীলঙ্কা লড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে। টুর্নামেন্টে মাত্র দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার নয়ে আছে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে সেরা আটের মধ্যে থাকতে হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে একাদশে এক পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। ইশ সোধির বদলে একাদশে ফিরেছে লকি ফার্গুসন। পরিবর্তন এসেছে লঙ্কান শিবিরেও। কাসুন রাজিথার বদলে একাদশে ফিরেছেন চামিকা করুণারত্নে।
নিউজিল্যান্ড একাদশ:
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
শ্রীলঙ্কা একাদশ:
কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকসানা, দিলশান মাদুশাঙ্কা, চামিকা করুণারত্নে ও দুষ্মন্ত চামিরা।