বিশ্বকাপে টানা দুই ম্যাচে জিতে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। তবে টুর্নামেন্টের মাঝপথে চার ম্যাচ হারার পর শেষ দুটিতে জিতে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাবর আজমের দল। শেষ চারে যাওয়ার আগে অনেক যদি কিন্তুর সামনে দাঁড়িয়ে পাকিস্তান। তাই তো সেমিফাইনালে যাওয়ার জন্য পাকিস্তান দলের পরিচালক মিকি আর্থার তাকিয়ে আছেন ‘ঐশ্বরিক সাহায্যের’ দিকে!
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। আগামীকাল সাউথ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। এই দুই ম্যাচে যদি কিউই ও আফগানরা হারে তাহলে পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালেই সেমিতে উঠে যাবে। অন্যদিকে যদি নিউজিল্যান্ড-আফগানিস্তান যদি নিজেদের ম্যাচে জিততে পারে তাহলে বাবরদের ইংল্যান্ডকে শুধু হারালেই চলবে না, লক্ষ্য রাখতে হবে রানরেটের দিকেও।
পাকিস্তান সেমিফাইনালে উঠলে ১৬ নভেম্বর কলকাতায় ভারতের মুখোমুখি হবে। চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে সম্ভাব্য সেমিফাইনালের জন্য আর্থার তাকিয়ে ঈশ্বরের দিকে। তিনি বলেন, “একটু ঐশ্বরিক সাহায্য পেলে আমরা সেমিফাইনালে উঠতে পারব। আমাদের অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে”
পাকিস্তানের ক্রিকেট পরিচালক আর্থারের অনুভূতি বলছে শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফরা সেমিফাইনালে উঠবে। তিনি বলেন, “আমার এমন একটা অনুভূতি হচ্ছে যে আমরা সেমিফাইনালে উঠব। কিন্তু দেখা যাক, কী হয়। আমরা একটা নিখুঁত ম্যাচ খেলেছি, সেটি বাংলাদেশের বিপক্ষে”
আগামী ১১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। দেখা যাক, জস বাটলারের দলকে হারিয়ে বাবর-শাহিনরা সেমিফাইনালে উঠতে পারে কি না!