১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে আগে ব্যাট করবে শ্রীলঙ্কা

- Advertisement -

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। সেই লক্ষ্যে দুই দলের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। জিতলেই সেমিফাইনালে যাওয়ার আশা থাকবে, সেই লক্ষ্যে হাশমতউল্লাহ শহিদির দলের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করবে শ্রীলঙ্কা।

সবশেষ ম্যাচে ইংল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে পাথুম নিশাঙ্কা-চারিথ আসালাঙ্কারা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েছে রশিদ খানরাও। দুই দলেই জিতেছে সমান দুটি করে ম্যাচ। আফগানদের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা। লাহিরু কুমারা ও কুশল পেরেরার বদলে ফিরেছেন দুষ্মন্ত চামিরা ও দিমুথ করুণারত্নে।

শ্রীলঙ্কা একাদশ:

পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ থিকসানা, কাসুন রাজিথা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশাঙ্কা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img