৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

সেমিফাইনালে যেতে ১২.১ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১১৬ রান

- Advertisement -

জিতলেই সেমিফাইনাল, হারলে ধরতে হবে বাড়ির পথ। আফগানিস্তানের সেমিফাইনালে খেলার জন্য সমীকরণ ঠিক এমন। বাংলাদেশের সামনেও রয়েছে শেষ চারে ওঠার সুযোগ। এমন সমীকরণ মাথায় রেখে আগে ব্যাট করে ১১৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। সেমিফাইনালে যেতে হলে ১২.১ ওভারে ১১৬ রান করতে হবে টাইগারদের।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতে এক মুহুর্তও দেরি করেননি রশিদ খান। আফগান অধিনায়কের লক্ষ্যটা পরিষ্কার, যতটা সম্ভব বাংলাদেশকে বড় টার্গেট দেওয়া। সেই লক্ষ্যে শুরুটা ভালো করে দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। তবে দুজনেই করেছেন স্লো ব্যাটিং।

সেন্ট ভিনসেন্টের উইকেট থেকে দারুণ সুইং আদায় করেছেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। তাদের সামনে বেশ ভুগেছেন গুরবাজ ও ইবরাহিম। বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। ২৯ বলে ১ বাউন্ডারিতে ১৮ রান করা ইবরাহিমকে ফিরিয়েছেন টাইগার স্পিনার।

উইকেটে এসে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন আজমতউল্লাহ ওমরজাই। তবে থাকে উইকেটে সেট হতে দেননি মুস্তাফিজুর রহমান। দুই উইকেট গেলেও স্বাভাবিক ব্যাটিং করছিলেন গুরবাজ। এক ওভারেই গুরবাজ ও গুলবাদিন নাইবকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান রিশাদ। এরপর মোহাম্মদ নবীর উইকেট নিয়েছেন তাসকিন।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৬ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। কিপ্টে বোলিং করেছেন তাসকিন, ৪ ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। ৪ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img