২৭ জুলাই ২০২৪, শনিবার

সৌম্যর ফিফটির পরও নাহিদের ঘূর্ণিতে ছোট সংগ্রহ ঢাকার

- Advertisement -

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে ১০৯ রানের টার্গেট দিয়েছে ঢাকা ডমিনেটর্স। খুলনার স্পিনার নাহিদুল ইসলাম ৪ ওভারে ৬ রান দিয়ে নেন ৪ উইকেট। তবে ঢাকার একমাত্র স্বস্তির জায়গা অফফর্মে থাকা ওপেনার সৌম্য সরকারের ফিফটি।

মিরপুরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই খুলনার বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েন ডমিনেটর্সের ব্যাটাররা। ২য় ওভারেই মিজানুর রহমান ও ওসমান গণি প্যাভিলিয়নে ফেরেন নাহিদুল ইসলামের বলে আউট হয়ে। চার নম্বরে নামা মিঠুনও করতে পারেনি কিছু। ছয় বলে শূন্য রান করে তিনিও ধরেন ডাগ আউটের পথ।

এরপর ৭.৪ ওভারে দলীয় ৩৮ রানে অ্যালেক্স ব্লেক আউট হয়ে ফিরে গেলে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন সৌম্য সরকার। ১০ ওভারে শেষে যখন দলীয় রান ৫১, তখন থেকে সৌম্য আক্রমনাত্মক হয়ে উঠেন। তুলে নেন আসরে নিজের প্রথম ফিফটি। দলীয় ৭৮ রানে নাসির হোসেন ও ৮৪ রানে সৌম্য আউট হয়ে ফিরে গেলে বেশিদূর আগাতে পারেনি ঢাকা। ইনিংসের ২ বল বাকি থাকতেই সবকয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৮ রান। সৌম্য করেন ৪৫ বলে ৫৭ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img