ঘরোয়া ক্রিকেটে তেমন কিছু না করেই নিউজিল্যান্ড সিরিজের দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। বাঁহাতি এ ব্যাটারকে দলে ডাকা নিয়ে সমালোচনা কম হয়নি। সৌম্যকে ফেরানোর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল চন্ডিকা হাথুরুসিংহের। টাইগার হেডকোচের বিশ্বাস ছিল, সৌম্য ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ইনিংস খেলার সামর্থ্য রাখে। মঙ্গলবার নেপিয়ারে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন হাথুরুসিংহে।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুন্য রানে প্যাভিলিয়নে ফিরলেও দ্বিতীয় ম্যাচে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন সৌম্য। ১৫১ বলে খেলেছিলেন ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস। যা বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। উপমহাদেশের আর কোনো ক্রিকেটার নিউজিল্যান্ডের মাটিতে সৌম্যর (১৬৯) রানের চেয়ে বেশি করতে পারেনি।

এই বিষয়ে হাথুরু বলেন, “সে (সৌম্য) যেভাবে পারফর্ম করেছে তাতে আমি খুশি। আমি জানতাম সে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ইনিংস খেলার সামর্থ্য রাখে। আমি যখন এখানে ছিলাম তখন সে এটা করে দেখিয়েছে। আমরা সবাই বলি ক্লাস ইজ পারমানেন্ট, ফর্ম অনেক কিছুর কারণেই প্রভাবিত হয়। বিশেষ করে আপনার মাথায় কী চলছে”
ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সৌম্যর উপর ভরসা রাখছেন হাথুরুসিংহে। শ্রীলঙ্কান মাস্টার মাইন্ডের ভাবনা, সৌম্য যদি তার সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি ম্যাচে পারফর্ম করতে না পারার কোনো কারণ নেই।
হাথুরুসিংহে বলেন, “আপনার মাথা যদি পরিষ্কার থাকে, আপনি যদি আপনার ভূমিকা বুঝতে পারেন, পরিবেশের সঙ্গে কমফোর্টেবল থাকলে প্রত্যেক খেলোয়াড়ই তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে। তার মাথাটা একেবারে পরিষ্কার, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি ম্যাচে সে পারফর্ম করতে না পারার মতো কোনো কারণ নেই”