কেপটাউন টেস্টের প্রথম দিন একের পর এক রোমাঞ্চ উপহার দিয়েই চলেছে। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা ৫৫ রানে অলআউট হওয়ার পর ১৫৩ রানে থেমেছে ভারতের ইনিংস। চার উইকেটে ১৫৩ রান ছিল ভারতের, এরপর বাকি ছয় ব্যাটার কোনো রানই যোগ করতে পারেনি স্কোরবোর্ডে। কোনো রান করার আগে শেষ ছয় ব্যাটার আউট হওয়ার নজির ক্রিকেট বিশ্বে নেই। এবারই এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হলো কেপটাউনে টেস্ট দেখতে আসা দর্শকরা।
সাউথ আফ্রিকাকে ৫৫ রানে অলআউট করে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই যশ্বী জসওয়ালের উইকেট হারায় ভারত। অধিনায়ক রোহিত শর্মা খেলছিলেন দারুণ। তবে তিনিও ফিরেছেন ফিফটি মিসের হতাশা নিয়ে। ৩৯ রান করে নান্দ্রে বার্গারের বলে মার্কো জানসেনকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন রোহিত।
শুরুটা ভালো করলেও বড় রানের ইনিংস খেলতে পারেননি শুবমান গিল-বিরাট কোহলি। দুজনেই ভারতকে বড় লিডের স্বপ্ন দেখাচ্ছিলেন। গিল ৩৬ রান করে ফেরার পর দ্রুত তাকে অনুসরণ করেন শ্রেয়াস আইয়ার। এরপর কোহলিকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিলেন লোকেশ রাহুল।
দলীয় ১৫৩ রানে রাহুল পঞ্চম ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফেরার পর কোনো রান যোগ করার আগেই অলআউট হয়ে যায় ভারত। রোহিতের দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন কোহলি।
সাউথ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও নান্দ্রে বার্গার।