১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

স্টার্ক-কামিন্সদের বোলিং তোপে আড়াইশোর আগে থামল ভারত

- Advertisement -

শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফাইনাল দেখতে আসা ১ লক্ষ্য ৩০ হাজার ভারতীয় সমথর্থকদের চুপ করিয়ে দেওয়ার কথা বলেছিলেন প্যাট কামিন্স। সেই লক্ষ্যে প্রথম ইনিংস শেষে মোটামুটি সফল অস্ট্রেলিয়া। দুর্দান্ত ফর্মে থাকা ভারতকে ২৪০ রানে আটকে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ২৪১ রান।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন অধিনায়ক রোহিত শর্মা। ইনিংসের শুরু থেকেই মিচেল স্টার্ক-জশ হ্যাজলউডদের উপর চড়াও হয়ে খেলেন তিনি। রোহিতের সামনে অজি পেসারদের একটা সময় অসহায় লাগছিল। তবে ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন ভারতীয় অধিনায়ক। গ্লেন ম্যাক্সওয়েলের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে খেলেছেন ৩১ বলে ৪৭ রানের ইনিংস।

উইকেটে আসার পর বেশিক্ষণ টিকতে পারেনি দারুণ ফর্মে থাকা শ্রেয়াস আইয়ার। ৮১ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। এরপর ইনিংস মেরামতের দিকে মনোযোগ দেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এ সময় প্রচুর কাটার ও বাউন্সার করেছেন অজি পেসাররা। তবে হ্যাজলউড-কামিন্সদের পাতানো ফাঁদে পা দেননি কোহলি-রাহুল।

ভারতের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেছেন লোকেশ রাহুল

৫৬ বলে ফিফটি তুলে নেন কোহলি। চলমান বিশ্বকাপে এটি তার নবম পঞ্চাশোর্ধ রানের ইনিংস। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। কামিন্সের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৬৩ বলে ৫৪ রান। কোহলি ফেরার পর সূর্য কুমার যাদবকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেছেন রাহুল। এদিন অজি বোলারদের দেখেশুনে খেলেছেন তিনি। ৮৬ বলে ফিফটির দেখা পান রাহুল।

তবে এরপরই ঘটেছে ধৈর্যচ্যুতি। স্টার্কের অফস্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তার আগে ১০৭ বলে খেলেছেন ৬৬ রানের দায়িত্বশীল ইনিংস। বড় ইনিংস খেলতে পারেনি সূর্য। ২৮ বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ৩টি উইকেট শিকার করেছেন মিচেল স্টার্ক। দুটি করে উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স। একটি করে উইকেট শিকার করেছেন অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img