বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মার্কাস স্টয়নিসের ব্যাটিং তান্ডবে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ বল হাতে রেখে সাত উইকেটের জয় পেয়েছে অজিরা।
প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হারার পর শঙ্কা উঠে সেমিফাইনালে যেতে পারবে তো অস্ট্রেলিয়া? এমন শঙ্কার সাথে আরো যোগ হয় অ্যাডাম জাম্পার কোভিড পজিটিভের খবর। অবশ্য জাম্পার জায়গায় খেলেন স্পিনার অ্যাস্টন আগার। শেষমেশ ব্যাটে-বলের লড়াইয়ে লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাস ফিরে পেলো তাসমান পাড়ের দেশটি।
জবাবে, এ ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ১০ বল খেলে মাত্র ১১ রানেই ফেরেন সাজঘরে। এরপর দলীয় ৬০ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। চামিকা করুনারত্নের বলে আউট হওয়ার আগে গ্লেন ম্যাক্সওয়েল ১২ বলে খেলেন ২৩ রানের ক্যামিও নক।
এরপর শুরু হয় মার্কাস স্টয়নিস অধ্যায়। এ ব্যাটার তুলে নেন এবারের বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরি। মাত্র ১৮ বল খেলে করেন ৫৯* রান, যেখানে ছিল চারটা চার ও ছয়টা ছয়ের মার। স্টয়নিসের ব্যাটিং তান্ডবে ২১ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় পায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত বাইশ গজে থাকলেও রানের তুলনায় বেশি বল হজম করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩১*(৪২)।