২৭ জুলাই ২০২৪, শনিবার

স্থগিত হলো আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ

- Advertisement -

আগামী জুলাইয়ে আফগানিস্তানের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে রশিদ খান-মোহাম্মদ নবীদের বিপক্ষে সিরিজটি খেলা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর দলের। পরবর্তী সময়ে সিরিজটি আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

নবী-রশিদদের বিপক্ষে ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টির সাথে দুটি টেস্ট খেলার কথা ছিল টাইগারদের। কিন্তু সেটা এ বছর আর সম্ভব হচ্ছে না। দুই দলের ক্রিকেট বোর্ডের সম্মতিতেই স্থগিত করা হয়েছে সিরিজটি।

এই বিষয়ে ‘ক্রিকবাজ’কে ক্রিকেট অপরাশেন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, “দুই বোর্ড অন্য কোনো সময়ে সিরিজটি খেলার বিষয়ে সম্মত হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটির তারিখ পরিবর্তন করা হয়েছে” তবে সিরিজটি কখন হবে জানাননি তিনি।

এ বছর সব মিলিয়ে ১২টি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের কিন্তু সেটা আর হচ্ছে না। কারণ জিম্বাবুয়ে সিরিজ থেকে ২টি টেস্ট কমিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের সাথে দুই টেস্ট স্থগিত হওয়ায় চলতি বছরে মুমিনুল হক-ইবাদত হোসেনরা টেস্ট খেলবে ৮টি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img