অ্যাঞ্জেলো ম্যাথিউসের “টাইমড আউট” হওয়ার পেছনে সাকিব আল হাসানের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। টাইগার ক্যাপ্টেনের উপর তাই কিছুটা ক্ষিপ্ত ছিল শ্রীলঙ্কান ক্রিকেটাররাও, আর সেটা মাঠে কথার লড়াইয়েও চোখে পড়েছে বেশ কয়েকবার।
সাকিব ব্যাটিংয়ে, বোলিয়ে ম্যাথিউস; এমন দৃশ্য দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট দুনিয়া। ঠিক তেমনই মনের অজান্তেই অনেকের ভাবনাতেও হয়তো ছিল সাকিবকে আউট করবেন ম্যাথিউসই, আর এরপর দেবেন পাল্টা জবাব! দৃশ্যের মঞ্চায়ন হয়েছে মাচের ৩২তম ওভারে, তবে ৮২ রান করা সাকিবকে আউট করে ম্যাথিউস শুধু ঘড়িটাই দেখালেন আম্পায়ারকে। এমনকি এর পরের ওভারে এসে ম্যাথিউস ফিরিয়েছেন ৯০ রান করা নাজমুল হোসেন শান্তকেও।
দুই সেট ব্যাটার একসাথে ফেরাতে কিছুটা বিপাকে পড়লেও দলকে ঠিকই জয়ের পথে রেখেছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু, তারাও ম্যাচ শেষ করে আসতে পারেননি। দুজনের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ২২ ও ১০ রান। শেষ পর্যন্ত বাংলাদেশকে জয় এনে দিয়েছেন তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব।
মাঠের লড়াই শেষেও অনেকের হয়তো দেখার অপেক্ষা ছিল ম্যাচ শেষে কেমন হয় খেলোয়াড়দের প্রতিক্রিয়া! সেখানটায় অন্তত তেমন কোনো ধরণের ঝামেলা চোখে পড়েনি। বরং, বাংলাদেশের ৩ উইকেটে জয়ের ম্যাচে, মাঠের বাইরে সাকিব-রিয়াদদের হাসতেই দেখা গেছে।
হাসি থাকবেই না বা কেন? এই জয়ে চ্যাম্পিয়নস ট্রফির আশাটা যে অন্তত টিকে থাকলো এখনো। পয়েন্টস টেবিলের ৯ নম্বর থেকে বাংলাদেশ দল এখন সাত নম্বরে।