১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ল বসুন্ধরা

- Advertisement -

প্রথম ম্যাচে জয়; দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু এফসি। শুরু থেকেই আগোছালো ফুটবল। খেলা দেখেই মনে হচ্ছিল জয় নয় বরং রক্ষণ সামলাতেই তারা বেশী মনোযোগী। ফলাফল গোলশূন্য ড্র। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে বসুন্ধরা।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলধূন্য, তবে মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে দুদলই পেয়েছিল বেশকিছু সুযোগ। তবে কেউই কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুটাও তেমন; সময় এগিয়েছে, বেড়েছে গোলের অপেক্ষা।

ম্যাচের ৭৪ মিনিটে সুযোগ বঞ্চিত হয় ব্যাঙ্গালুরু। কর্ণার থেকে এলান হেনরিকের হেডারে মারা বলকে খালি চোখে মনে হচ্ছিল গোললাইন অতিক্রম করেছে। তবে রেফারি সেখানে কোনো সংকেতই দেননি। ম্যাচের ৮২ মিনিটে জয়েশ রানার শট সেভ আটকা পড়ে আনিসুর রহমান জিকোর গ্লাভসে।

ব্যাঙ্গালুরুতে খেলেন ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী, আছেন গোলরক্ষক গুরপ্রিত সিং। সবমিলিয়ে প্রতিপক্ষ ছিল বেশ শক্তিশালী। ম্যাচে বল পজিশনে অবশ্য এগিয়ে ছিল বসুন্ধরা, যদিও গোলবারে ব্যাঙ্গালুরু শট নিয়েছে দ্বিগুনেরও বেশী।

ডি গ্রুপের আরেক ম্যাচে রাতে স্বাগতিক মালদ্বীপের দল মাজিয়া এফসির বিপক্ষে মাঠে নামবে এটিকে মোহনবাগান। মাজিয়া এফসি যদি পায় তবে গ্রুপে শীর্ষেই থাকবে বসুন্ধরা। আর যদি হেরে যায় তবে কিংসরা নেমে যাবে দুই নম্বরে।

এএফসি কাপের ইন্টার-জোন প্লে অফ সেমিফাইনাল খেলতে বসুন্ধরা কিংসকে হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আগামী মঙ্গলবার বসুন্ধরার প্রতিপক্ষ এটিকে মোহনবাগান।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img