আগস্টে বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ সফরে দলে নেই ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েলসহ সাত তারকা ক্রিকেটার।
অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ কনুই ইনজুরির কারণে এ সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া করোনার কারণে আইপিএল স্থগিত হয়ে গেলে একই সময় অস্ট্রেলিয়া বর্ডার বন্ধ থাকায় প্যাট কামিন্স, গ্ল্যান ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নাররা মালদ্বীব হয়ে দেশে ফিরতে অনেক সময় লেগে গিয়েছিলো, তাই মূলত পরিবারকে সময় দিতেই এ সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন এই ক্রিকেটাররা এমনটাই জানিয়েছে অস্ট্রৈলিয়ার গণমাধ্যম।
Australia have announced an 18-man squad for their white-ball tours of West Indies and Bangladesh, which begin next month.#WIvAUS | #BANvAUS pic.twitter.com/7Y3pBX65ui
— ICC (@ICC) June 16, 2021
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্জ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জ্যাসন বেহরেনডর্ফ, জশ হ্যাজলউড, মহসিস হেনরিকস, ড্যান ক্রিস্টিয়ান, মিচেল মার্শ, রিলে মেরেডিথ,বেন ম্যাকডারমট, জশ ফিলিপস,মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।