১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

হঠাৎ জাতীয় দলের অনুশীলনে ইবাদত!

- Advertisement -

সিলেটে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ দল। হাসান মাহমুদ-হাসান মুরাদরা ব্যস্ত টেস্টে জাতীয় দলের হয়ে প্রথমবার সুযোগ আসলে যেন নিজেদের সেরাটা দিতে পারেন তা নিয়েই। শুক্রবার সকালের অনুশীলনে হঠাৎ তাদের সাথে মাঠে দেখা মিলল আরেক পেসার ইবাদত হোসেনের! হাঁটুর অপারেশন হওয়ার পর থেকে লম্বা সময়ের জন্য তিনি দলের বাইরে, তাহলে জাতীয় দলের সাথে কী করছেন তিনি?

ভাববেন না তিনি দলের সাথে যোগ দিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজ খেলবেন! ২৮ নভেম্বর চেক আপের জন্য ইংল্যান্ডে যাওয়ার আগে তিনি সিলেটে এসেছিলেন জাতীয় দলের অনুশীলনে। সবচেয়ে বড় কথা, তার নিজেই বাড়িই যে সিলেটে।

দলের ফিজিওবায়েজিদ ইসলামের সাথে ইবাদত; এক পায়ে দাঁড়াতে গিয়ে হারিয়েছেন ভারসাম্য

বৃহস্পতিবারই বিসিবির চিকিৎসক ডা: দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, আরও অন্তত ছয় মাস তাকে পাওয়া যাবে না বাংলাদেশের হয়ে। বিসিবি থেকে যদিও জানানো হয়েছে, তার অগ্রগতি প্রশংসনীয়, তবুও শুক্রবার জাতীয় দলের ফিজিও যখন ইবাদতকে দেখছিলেন, তখন কিছুটা সংশয় ঠিকই জেগেছিল। এক পায়ে ভর করে দাঁড়াতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন।

রঙ্গনা হেরাথসহ সবাই নিয়েছেন ইবাদতের খোঁজ। বোঝার চেষ্টা করেছেন চোটের গভীরতা, হয়তো দিয়েছেন স্বান্তনাও।মনে খেলতে না পারার কষ্ট থাকলেও যেটুকু সময় মাঠে ছিলেন ইবাদত খুনসুটিতে সবাইকে মাতিয়ে রেখেছেন। কখনো বা হাসান মাহমুদের সাথে, আবার কখনো বা কোচিং স্টাফদের সাথে মজা করেছেন। এরপর দলের সাথে মসজিদে জুম্মার নামাজও আদায় করেছেন।

হাসান মাহমুদের সাথে ইবাদত হোসেনের দুষ্টুমি

সব ঠিক থাকলে ২৮ নভেম্বর ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবেন টাইগার পেসার। ৩০ নভেম্বর চেক আপের পর জানা যাবে পরের পরিস্থিতি। ইবাদতের সময় লাগবে ঠিক, তবে তিনি ফিরবেন আরো শক্তিশালী হয়ে, সেটাই কামনা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img