কয়েকদিন আগে হঠাৎ ঢাকায় এসেছিলেন সাকিব আল হাসান। এবার দেশে ফিরেছেন লিটন কুমার দাশ। সাকিব অনুশীলনের জন্য আসলেও, লিটনের কারণটা ভিন্ন। বিসিবির একটি সূত্র ‘অলরাউন্ডার’কে নিশ্চিত করেছেন, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশে এসেছেন টাইগার ওপেনার।
বুধবার দিল্লির উদ্দেশ্যে কলকাতা ছেড়েছে সাকিব আল হাসানের দল। বৃহস্পতিবার টাইগারদের কোনো অনুশীলন নেই। শুক্রবার থেকে অনুশীলন করবে নাজমুল হোসেন শান্ত-তানজিদ হাসান তামিমরা। জানা গেছে, আগামী ৩ নভেম্বর লিটন দলের সাথে যোগ দেবেন।
এর আগে ছোটবেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের সাথে অনুশীলন করার উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন সাকিব। তিনদিন থাকার কথা থাকলেও একদিন আগেই কলকাতায় দলের সাথে যোগ দেন।
বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের প্রাপ্তি প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়। এরপর টানা ছয়টিতে হেরেছে সাকিবের দল। আগামী ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।