১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

হঠাৎ মিরপুরে সাকিব-হাথুরুসিংহে

- Advertisement -

মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। একদিন পরেই মিরপুরে দেখা গেল বিশ্বসেরা অলরাউন্ডারকে। এদিন হোম অব ক্রিকেটে এসেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ও নির্বাচক হাবিবুল বাশারও।

জানা গেছে, সাকিব মূলত বিসিবির মেডিকেল বিভাগে নিজের আঙুল দেখাতে এসেছিলেন। বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচের আগে ইনজুরির কারণে দেশে ফেরেন সাকিব। এরপর পরিবারকে সময় দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন টাইগার অধিনায়ক।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী সাকিব। যুক্তরাষ্ট্রে থাকার সময়ই নিজের প্রতিনিধি দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। মঙ্গলবার দেশে ফিরে নিজে উপস্থিত থেকে মনোনয়ন জমাও দিয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।  ইনজুরির কারণে এই সিরিজে খেলবেন না সাকিব।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img