৩ নভেম্বর ২০২৪, রবিবার

হারারেতে আশা জাগিয়েও হারলো জিম্বাবুয়ে

- Advertisement -

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষ করে জিম্বাবুয়েতে পাকিস্তান, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অবশ্য রোডেশিয়ানরা লড়েছে সমানে সমান। যদিও জিততে পারেনি, মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে চড়ে পাকিস্তানের জয় ১১ রানে।

ইনিংসের শুরুতেই দারুণ শুরুর আভাস দিয়েছিল জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ৪ ওভারে ২৩ রানে পাকিস্তানের ছিল ১ উইকেট, মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ মিসের মাশুল জিম্বাবুয়ে দিয়েছে পুরো ম্যাচ জুড়েই।

মোহাম্মদ রিজওয়ান করেছেন বিরাশি, পাকিস্তান নির্ধারিত বিশ ওভার শেষে ১৪৯। জিম্বাবুয়ে করতে পারে ১৩৮ রানের বেশি। উসমান কাদির নিয়েছেন ৩ উইকেট, মোহাম্মদ হাসনাইন ২; জিম্বাবুয়ের হয়ে ক্রেগ আরভিন করেছেন সর্বোচ্চ ৩৪ রান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৪৯/৭ (২০ ওভার) (মোহাম্মদ রিজওয়াান ৮২*, ফখর জামান ১৩, আজিজ ১৫; মাসাকাদজা ৩-০-২০-০, মুজারাবানি ৪-০-২২-১, এনগারাভা ৪-০-৪৮-২, জংউই ৩-০-২৪-২)।

জিম্বাবুয়ে: ১৩৮/৭ (২০ ওভার) (কামুনহুকামউই ২৯,  জংউই ৩০*, মাসাকাদজা ২*; মোহাম্মদ হাসনাইন ৪-০-২৭-২, ফাহিম ২-০-১৬-০, নওয়াজ ২-০-১৫-০, রউফ ৪-০-২৯-১, উসমান কাদির ৪-০-২৯-৩, হাফিজ ৪-০-২১-১)।

ফলাফল: পাকিস্তান ১১ রানে জয়ী।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img