বাবা টিম ডি লিড নেদারল্যান্ডসের হয়ে খেলেছেন তিন তিনটা বিশ্বকাপ। এক যুগ পর বিশ্বকাপ খেলতে আসা ডাচ স্কোয়াডে আছেন ছেলে বাস ডি লিড। পাকিস্তানের বিপক্ষে শুরুটাও হলো স্বপ্নের মতো। বিশ্বকাপ অভিষেকে পাকিস্তানের বিপক্ষে লিড জুনিয়রের শিকার ৪ উইকেট।
Like Father, Like Son#PAKvsNED pic.twitter.com/CkrLBZPuW6
— Allrounder (@allroundersbd) October 6, 2023
লিডের মতো ডাচদের শুরুটাও ছিল দুর্দান্ত। চল্লিশের আগেই ৩ উইকেট হারিয়েছিল বাবর আজমের দল। মাঝে মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিল গড়েন প্রতিরোধ। দুজনের ১২০ রানের জুটি থামে শাকিল ৫২ বলে ৬৮ করে ফিরলে। রিজওয়ানের ব্যাট থেকে আসে ৭৫ বলে ৬৮ রান। সেট দুই ব্যাটারেই বিদায়ের পর দ্রুত ফিরে যান ইফতিখার আহমেদও।
পরে অবশ্য মোহাম্মদ নেওয়াজ এবং শাদাব খানের ব্যাটে তিনশো পেরুনোর পথেই ছিল পাকিস্তান। দুজনই আউট হয়েছেন সেট হয়ে। নেওয়াজ ৩৯ এবং শাদাবের ব্যাট থেকে এসেছে ৩২ রান। শেষদিকে ১৪ বলে ১৬ রানের ছোট্ট ক্যামিও খেলেছেন রউফ। শাহীন আপরাজিত ছিলেন ১২ বলে ১৩ রান করে।
পাকিস্তান খেলতে পারেনি পুরো ৫০ ওভার। ৪৯ ওভারে দলটা অল আউট হয়েছে ২৮৬ রানে।