ইনজুরির কারণে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপ শেষ হয়ে গেছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বোলিং করার সময় পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন হার্দিক। শেষ পর্যন্ত, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি। হার্দিকের ইনজুরিতে কপাল খুলেছে পেসার প্রসিধ কৃষ্ণার। ভারতের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তিনি।
বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন হার্দিক। এরপর খেলেছেন আরও তিনটি ম্যাচ। কিন্তু, ভারত এতই দুর্দান্ত খেলছে যে তাকে নামতেই হয়নি। তবে বোলিংয়ে চার ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তো মাত্র ৩ বল করার পরেই চোটের কারণে মাঠ ছাড়েন।
তবে হার্দিককে খুব একটা মিস করছে না ভারত। বিশ্বকাপে তাদের অপ্রতিরোধ্য যাত্রা চলছেই। টানা সাত ম্যাচে জিতে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে তারা।
হার্দিকের জায়গায় সুযোগ পাওয়া কৃষ্ণা ভারতের হয়ে ১৭টি ওয়ানডে খেলে ২৯ উইকেট শিকার করেছেন। গত ২৭ সেপ্টম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। এরপর কর্ণাটকের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলেছেন।