১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

হালান্ডের রেকর্ডের পরও জিততে পারল না সিটি

- Advertisement -

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের সাথে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের হয়ে গোলটি করেন আর্লিং হালান্ড। অলরেডদের সমতায় ফেরান ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড।

লিভারপুল সিটির মাঠে নিজেদের সর্বশেষ ১৪ ম্যাচের মাত্র ১টিতে জিতেছে, বিপরীতে হেরেছে ৮ ম্যাচে এবং ড্র করেছে ৫টিতে। সর্বশেষ জয়টি লিভারপুল পেয়েছিল ৮ বছর আগে, ২০১৫ সালে। গত মৌসুমেও সিটির কাছে লিভারপুল হেরেছিল ৪–১ গোলে। এদিনও জয় নিয়ে অ্যানফিল্ডে ফিরতে পারল না ইয়ুর্গেন ক্লপের দল।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে সিটি। লিভারপুলও ম্যাচের প্রথম দিকে সিটিজেনদের সাথে সমান তালে লড়াই করেছে। ১৫ মিনিটের মাথায় গোলের সুযোগও পেয়েছিল অলরেডরা কিন্তু দারউইন নুনিয়েজের শট ঠেকিয়ে দেন সিটি গোলকিপার এডারসন।

ইপিএলে দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়েছেন আর্লিং হালান্ড

ম্যাচে প্রথমে লিড নেয় পেপ গার্দিওলার দল। ২৭ মিনিটে নাথান আকের দারুণ পাস থেকে লিভারপুল গোলকিপার আলিসন বেকারকে ফাঁকি দেন হালান্ড। তাতেই ইপিএলে দ্রুততম ৫০ গোল করার রেকর্ড নিজের করে নেন নরওয়েজীয় তারকা। এই কীর্তি গড়ার পথে হালান্ড পেছনে ফেলেছেন অ্যান্ডি কোলকে। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ৫০ গোল করার পথে সময় নিয়েছিলেন ৬৫ ম্যাচ। সেখানে হালান্ডের লেগেছে মাত্র ৪৮ ম্যাচ। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা অ্যালান শিয়েরারের প্রথম ৫০ গোল করতে খেলেছিলেন ৬৬টি ম্যাচ।

প্রথম গোল পাওয়ার পর আক্রমণের ধার বাড়ায় সিটি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি হুলিয়ান আলভারেজরা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় গার্দিওলার দল।

লিভারপুলকে সমতায় ফেরান আলেকজান্ডার আর্নল্ড

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে সিটি। ৬৮ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়েও গিয়েছিল তারা। তবে আলভারেজের নেওয়া কর্ণার কিকের সময় আলিসনকে রদ্রি ফাউল করায় সেটা বাতিল করে দেন রেফারি। ম্যাচের ৮০ মিনিটের মাথায় সমতায় ফেরে লিভারপুল। খেলার ধারার বিপরীতে গোল করে অলরেডদের সমতায় ফেরান আলেক্সান্ডার আর্নল্ড। এরপর চেষ্টা করেও আর গোল করতে পারেনি কোনো দল। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে সিটি।

১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে গার্দিওলার দল। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img