ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা আলাদা ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইপিএলে অষ্টম জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল। সিটিজেনদের হয়ে দুটি গোল ও এক অ্যাসিস্ট করেছেন আর্লিং হালান্ড। অন্যদিকে লিভারপুলের জয়ে গোল করেছেন দিয়েগো জোতা, দারউইন নুনিয়েজ ও মোহামেদ সালাহ।
ম্যানচেস্টার ডার্বিতে দারুণ লড়াইয়ের আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু হালান্ড তা আর হতে দিলেন কই। বরং বলা যায়, ম্যাচে হয়েছে ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানা বনাম সিটির আক্রমণের লড়াই। বের্নাদো সিলভা-জ্যাক গ্রিলিশদের একের পর এক আক্রমণ ফিরিয়ে দিয়েছেন তিনি। তারপরও দলের হার এড়াতে পারেনি এরিক টেন হাগের দল।
ম্যাচের ২৬ ও ৪৯ মিনিটে গোল করেন হালান্ড। এরপর ৮০ মিনিটে ফিল ফোডেনকে দিয়ে গোল করিয়েছেন নরওয়েজীয় তারকা। এই জয়ে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রইল সিটি। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার আটে ইউনাইটেড।
অন্যদিকে ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দলকে ৩১ মিনিটে এগিয়ে দেন জোতা। এর চার মিনিট পর বল জালে জড়ান উরুগুয়ের তারকা নুনিয়েজ। ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটে গোল করে অলরেডদের বড় জয় নিশ্চিত করেন সালাহ।
এই জয়ে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে ক্লপের দল। নটিংহ্যাম ফরেস্টের অবস্থান ১৬ নম্বরে।