৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার

হাসান মাহমুদের বোলিং নৈপুণ্যে পাওয়ারপ্লেতে টাইগারদের দাপট

- Advertisement -

সিলেটে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড। তবে শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। পাওয়ারপ্লে শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৭ রান।

শুরুতে দুই পেসার হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদের দুর্দান্ত সুইং বোলিংয়ে শুরুর তিন ওভার একেবারেই হাত খুলে খেলতে পারেননি আইরিশ ব্যাটাররা। প্রথম ওভারে মাত্র তিন রান দেন টাইগার পেসার হাসান মাহমুদ। এরপরের ওভারে আরও দারুণ বোলিং করেন পেসার তাসকিন আহমেদ।

ম্যাচের তৃতীয় ওভারে হাসান কোনো রান না দিলে আরও চাপ বাড়ে আইরিশ ব্যাটারদের উপর। চতুর্থ ওভারে নিজেদের ইনিংসের প্রথম বাউন্ডারি পায় আয়ারল্যান্ড, তাসকিনের বলে কাভারের উপর দিয়ে চার মারেন আইরিশ ওপেনার পল স্টার্লিং।

এরপরের ওভারেই ব্রেক থ্রু পায় বাংলাদেশ। ওপেনার দোহানিকে ফেরান হাসান। তবে ম্যাচের ষষ্ঠ ওভারে দ্বিতীয় বলে একটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ, তাসকিনের বলে স্টার্লিংয়ের খেলা একটি ডিফেন্সিভ পুশ এজ হয়ে যায় পয়েন্ট এরিয়ায় কিন্তু সেখানে থাকা ফিল্ডার মেহেদী হাসান মিরাজ বলটি তালুবন্দি করতে পারেননি।

তবে ম্যাচের নবম ওভারে আইরিশ এই ব্যাটারকে ঠিকই আউট করেন হাসান, তবে এবার এলবিডব্লিউয়ের মাধ্যমে। এর দুই বলে পরেই একইভাবে আরেক আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর। যদিও এই ওভারের শেষ বলে আরেকটি উইকেট পেতে পারতেন হাসান, আইরিশ ব্যাটার লর্গান টাকারের ক্যাচ স্লিপে মিস করেন লিটন।

এরপর পাওয়ারপ্লের শেষ ওভারে উইকেটের দেখা পান আরেক পেসার তাসকিন, তুলে নেন আইরিশ অধিনায়কের উইকেট।

পাওয়ারপ্লে শেষে কার্টিস ক্যাম্ফার ১ রানে এবং লর্গান টাকার ৪ রানে অপরাজিত আছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img