মার্শাল আইয়ুবের সেঞ্চুরিও বাঁচাতে পারল না বিসিবি উত্তরাঞ্চলকে। হারটা অবশ্য উঁকি দিচ্ছিল তৃতীয় দিনেই। কিন্তু, মাহিদুল ইসলাম অঙ্কন-মার্শাল আইয়ুবের ৮৪ রানের জুটি অন্তত স্বপ্ন দেখাচ্ছিল ড্র’র। তা হয়নি, বরং বলা ভালো হাসান মুরাদ হতে দেননি। ছয় উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।
মোহাম্মদ মিঠুন, মিজানুর রহমান এবং সৌম্য সরকারের শতকে ওয়ালটন মধ্যাঞ্চল তাদের ইনিংস ঘোষণা করে ৫৬৩ রানে। ৩৪৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাটিং শুরু করেছিল মার্শাল আইয়ুবের উত্তরাঞ্চল। দিনশেষে ৫ উইকেটে ১৭২; পরাজয়টা উঁকি দিচ্ছিল তখনই।
কিন্তু, চতুর্থ দিনে দারুণভাবে ঘুরে দাড়ায় উত্তরাঞ্চল। মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন মার্শাল। ২৫ রান করে অঙ্কন ফিরে গেলেই বিপত্তিতে পড়ে উত্তরাঞ্চল; পরের চারটি উইকেট হারায় স্কোরবোর্ডে ১৮ রান তুলতেই! ২৩ রানে ৩টি উইকেট নিয়েছেন রবিউল হক, ৭৪ রানে ৬টি উইকেট হাসানের। ১৭৬ রান করা মোহাম্মদ মিঠুন এবং ১৬২ রান করা মিজানুর রহমানকে যৌথভাবে ম্যাচসেরা ঘোষণা করা হয়েছে।