চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত। টানা আট ম্যাচ জিতে সবার উপরে রয়েছে রোহিত শর্মার দল। ব্যাটিংয়ে বিরাট কোহলি-শুবমান গিলরা আলো ছড়াচ্ছেন তো অন্যদিকে বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের নাভিশ্বাস তুলছেন জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ শামিরা। একাধিক ম্যাচে প্রতিপক্ষকে একশোর আগেই অলআউট করেছে ভারতীয় বোলাররা।
অন্য বোলারদের সাথে মোহাম্মাদ সিরাজদের পার্থক্য দেখে বল নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা। দেশটির একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা দেখেছি তারা (ভারত) যখন ব্যাট করতে নামে, তখন তারা খুব ভালোভাবেই ব্যাট করতে পারে। কিন্তু হঠাৎ করেই ভারত বল করার সময় বল সুইং করতে শুরু করে। বল নিয়ে তদন্ত হওয়া জরুরি”
এই মন্তব্য সামনে আসার পর থেকেই শুরু হয় সমালোচনা। এমনকি পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও হাসান রাজার সমালোচনা করেছেন। এবার এই বিষয়ে সোচ্চার হয়েছেন ভারতের পেসার শামি।
ইনস্টাগ্রাম স্টোরিতে হাসান রাজার ভিডিও পোস্ট করে শামি বলেছেন, “লজ্জা বোধ করো। ফালতু আলাপে মন না দিয়ে খেলায় মনোযোগ দাও। কখনো তো অন্যের সাফল্যকে উপভোগ করবে! এটা আইসিসির টুর্নামেন্ট, পাড়ার কোনো খেলা নয়”
বল নিয়ে হাসান রাজার অভিযোগের ব্যাখা দিয়েছিলেন আকরাম। সেটি মনে করিয়ে দিয়ে শামি বলেছেন, “তোমাদের সাবেক খেলোয়াড় ওয়াসিম ভাই (ওয়াসিম আকরাম) বিষয়টা ব্যাখ্যা করেছেন। অন্তত তোমাদের নিজেদের খেলোয়াড়দের তো বিশ্বাস করো”
বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন শামি। ৪ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শামি আছেন ৪ নম্বরে। তার উপরে থাকা তিন বোলার তিনটি করে বেশি ম্যাচ খেলেছেন।