৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

হাসারাঙ্গাকে ছাড়া বিশ্বকাপে খেলবে শ্রীলঙ্কা

- Advertisement -

অবশেষে গুঞ্জন সত্যি হলো, ইনজুরির কারণে বিশ্বকাপে খেলবেন না ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। নেতৃত্ব হারানোর শঙ্কা থাকলেও দাসুন শানাকার উপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

ইনজুরির কারণে ছিলেন এশিয়া কাপেও খেলেননি হাসারাঙ্গা। তাকে ছাড়াই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। যদিও ভারতের কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে তাদের। লঙ্কান সমর্থকরা আশা করেছিলেন ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে খেলবেন হাসারাঙ্গা। তবে তা আর হচ্ছে না।

এশিয়া কাপে পারফর্ম করা খেলোয়াড়দের উপরই ভরসা রেখেছে শ্রীলঙ্কা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা। কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানার সাথে পেস আক্রমণ সামলাবেন তারা। স্পিন আক্রমণে মাহিশ থিকসানার সাথে থাকবেন দুনিথ ভেল্লালাগে, ধনাঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালাঙ্কা।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড:

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্থা, মাহিশ থিকসানা, দুনিথ ভেল্লালাগে, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা।

ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন চামিকা করুণারত্নে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img