২০ জানুয়ারি ২০২৫, সোমবার

হায় মুশফিক!

- Advertisement -

প্রথম বলেই চার দিয়ে দিনের শুরু করলেন যখন, তখন পুরো স্টেডিয়ামে একটাই আওয়াজ, ‘আমার দেশ, তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ।‘ কিন্তু, এক বল পেরোতেই প্যাভিলিয়নে মুশফিক। হাসান আলীর অফস্ট্যাম্পের বাইরের বলটাকে ব্যাট উচিয়ে ছেড়ে দিলেন। কিন্তু, বলটা সুইং করে উইকেটকিপারের হাতে না গিয়ে ভেঙ্গে দিল স্ট্যাম্প!

প্যাভিলিয়নের পথে মুশফিক, সেইসাথে নীরব স্টেডিয়াম। ‘আমার দেশ, তোমার দেশ’ শব্দগুলো কোথায় যেনো নিমিষেই গেল মিলিয়ে!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img