২৭ জুলাই ২০২৪, শনিবার

হিথ স্ট্রিকের পর নিষিদ্ধ শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার

- Advertisement -
কদিন আগেই আইসিসির দূর্নীতি বিরোধী নীতি ভাঙার অভিযোগে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন জিম্বাবুয়ে ক্রিকেটের কিংবদন্তি হিসেবে বিবেচিত হিথ স্ট্রিক। সপ্তাহ না পেরুতেই এলো আরেক নিষেধাজ্ঞার ঘোষণা। এবার শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার দিলহারা লোকুহেতিগে। তার নীষেধাজ্ঞার মেয়াদও ৮ বছর।

২০০৫ সালে ওয়ানডে অভিষেকের পর  লোকুহেতিগে ওয়ানডে খেলেছে ৯টি। টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়েছে ২টি। ২০১৯ সালে লঙ্কান এই পেস বোলিং অলরাউন্ডার আইসিসির ৩টি ধারা ভাঙার  অভিযোগে অভিযুক্ত হন, এবং লোকুহেতিগেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

গত জানুয়ারিতে শুনানি শেষে লোকুহেতিগেকে দোষী সাব্যস্ত করে আইসিসি। এরই মধ্যে কেটে গেছে ৩ মাস, শাস্তির ঘোষণা এলো হিথ স্ট্রিকের শাস্তির ঘোষণার পর।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img