সিডনিতে সাউথ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানে হেরেছে বাংলাদেশ দল। প্রোটিয়াদের দেয়া ২০৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে মাত্র ১০১ রানেই গুটিয়ে গিয়েছে টাইগাররা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা আশা দেখান দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার। ২.১ ওভারে দুজন মিলে তোলেন ২৬ রান। তবে, এরপরই শুরু হয় ছন্দপতন। ৬ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন সৌম্য। মাত্র তিন বল পরেই ৯ বলে ৯ রান করে আউট হন শান্ত। দলের বাকিরাও একেবারেই ব্যর্থ ছিলেন। বাংলাদেশের পক্ষে ৩১ বলে সর্বোচ্চ ৩৪ রান করেছেন লিটন দাশ। সাউথ আফ্রিকানদের বোলিং তোপে মাত্র ১৬.৩ ওভারেই সব উইকেট হারায় বাংলাদেশ, তুলেছে মোটে ১০১ রান। প্রোটিয়াদের পক্ষে আনরিখ নরকিয়া নিয়েছেন ৪ উইকেট, ৩ উইকেট পেয়েছেন তাবরাইজ শামসি।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় সাউথ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমাকে প্রথম ওভারেই সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। তবে, এখানেই থেমেছে বাংলাদেশের খুশির উপলক্ষ। বৃষ্টির বাধায় বিরতির আগে ৫.৩ ওভারে প্রোটিয়ারা তোলে ১ উইকেটে ৬০ রান। কিছুক্ষণের বিরতির পর সাউথ আফ্রিকা যেখানে থেমেছিল, সেখান থেকেই শুরু করেছে। কুইন্টন ডি কক এবং রুশো মিলে তুলেছেন ১৬৩ রান। ডি ৩৮ বলে ৬৩ রান করে আউট হলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন রুশো। সাকিব আল হাসানের বলে আউট হওয়ার আগে ১৯৪.৬৪ স্ট্রাইক রেটে ৫৬ বল খেলে ৭ চার এবং ৮ ছক্কার মারে করেন ১০৯ রান।
বাংলাদেশের পক্ষে দুই উইকেট পেয়েছেন সাকিব। এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, আফিফ হোসেন এবং হাসান মাহমুদ।