১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

হৃদয়ের পর ফিরলেন আফিফও

- Advertisement -

তাওহীদ হৃদয় যখন ব্যাটিংয়ে নামেন তখন ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬৭ রান। উইকেটে আসার পর থেকেই দারুণ খেলেছেন হৃদয়। বেন সিয়ার্সকে দারুণ এক ছক্কা মেরে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। তার সামনে সুযোগ ছিল ম্যাচ শেষ করে আসার কিন্তু আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। এরপর দ্রুত ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব।ও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৪.৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৭ রান। ২৭ বলে ২২ রান করে অপরাজিত আছেন লিটন কুমার দাশ।

রান তাড়ায় ছক্কা মেরে শুরু করেছিলেন রনি। প্রথম ওভারে টিম সাউদির ওভার থেকে ৭ রান তোলে বাংলাদেশ। এরপরই ঘটেছে ছন্দপতন। রনি পুল করেছিলেন, তবে টাইমিং হয়নি মোটেও। ৭ বলে ১০ রান করে মিলনের বলে সাউদির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন।

উইকেটে এসে দারুণ খেলছিলেন শান্ত। চার বাউন্ডারি মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। তবে তাকে থামিয়েছেন জিমি নিশাম। ১৪ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন টাইগার অধিনায়ক। উইকেটে আসার পর দারুণ সব শট খেলেছেন সৌম্য সরকার। ইশ সোধিকে ছক্কা মারার পর বাউন্ডারি মেরেছেন রিভার্স সুইপে। সিয়ার্সকেও স্বাগত জানিয়েছিলেন বাউন্ডারিতে। তবে পরের বলেই থামতে হয়েছে তাকে, সিয়ার্সের গুড লেংথের বলে আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img