ক্যানবেরাতে কোহলিদের মান বাঁচানোর লড়াই দুই ডিসেম্বর। আর অস্ট্রেলিয়ার সুযোগ থাকছে ভারতকে হোয়াইটওয়াশ করার। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বুধবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত। ডে-নাইট ম্যাচ, শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯.৪০ মিনিটে।
প্রথম দুই খেলার পরিসংখ্যান বলছে, তৃতীয় ম্যাচটাও হতে যাচ্ছে হাই স্কোরিং। দুই ওয়ানডেতে দুই দলই করেছিলো ৩’শর বেশি রান। ক্যানবেরার মানুকা ওভালের উইকেটেও রানের বন্যা হওয়ার আভাস মিলছে। তবে টস জেতা দলের দিকেই ঝুঁকে থাকে ম্যাচ ভাগ্য, স্বাক্ষ্য দিচ্ছে পরিসংখ্যান। সবশেষ সাত ম্যাচে আগে ব্যাট করা দলই জিতেছে মানুকা ওভালে। এই তথ্য কোহলিদের হোয়াইটওয়াশ হওয়ার চিন্তা আরোও বাড়িয়ে দিতে পারে কারণ, প্রথম দুই খেলাতেই টস হেরেছিলো টিম ইন্ডিয়া।
সিরিজে এখনও পর্যন্ত ভারতের কোন ব্যাটসম্যান সেঞ্চুরি পাননি, বেধঢ়ক পিটুনি খেয়েছেন বোলাররা। অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ একাই করেছেন দুই হানড্রেড, দুটোই আবার বাষট্টি বলে; ভারতীয় বোলারদের দূর্দশা আরও বাড়িয়েছেন ওয়ার্নার-ফিঞ্চ-ম্যাক্সওয়েলরা। অস্ট্রেলিয়ার যদি কোন দুশ্চিন্তা থেকে থাকে, সেটা ওপেনার ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতি, ইনজুরির জন্য ছিটকে গেছেন। তবে আশা করা যাচ্ছে, টেস্ট সিরিজ শুরুর আগেই সুস্থ হয়ে অজিদের সাদা পোষাকে ফিরবেন ওয়ার্নার।
এই ম্যাচে নতুন মাইলফলকে পৌঁছে যেতে পারেন ভিরাট কোহলি। ১২ হাজার ওয়ানডে রানের বিরাট কীর্তি পূর্ণ করতে ভিরাটের দরকার ২৩ রান । যদি পারেন, সবচেয়ে কম ম্যাচে বারো হাজারের ক্লাবে ঢুকে আরো একটা রেকর্ড গড়বেন ভারতীয় অধিনায়ক। এর আগে সব চেয়ে কম, ৩০০ ইনিংস খেলে ১২ হাজার রান করার রেকর্ডও আরেকজন ভারতীয়র, তিনি শচীন টেন্ডুলকার।