১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

হোপের অনুপ্রেরণা ধোনি

- Advertisement -

রবিবার শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের জয়ে হোপ খেলেছেন ৮৩ বলে ১০৯ রানের ইনিংস। ৪৯তম ওভারে স্যাম কারেনের ৪ বলের মধ্যে ৩ ছক্কায় নিজের শতক ও পরে দলের জয় নিশ্চিত করেন তিনি। এমন ইনিংস খেলার পথে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কিছু কথা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে জানিয়েছেন হোপ।

ম্যাচ শেষে তিনি বলেন, “খুব, খুব বিখ্যাত একজন ব্যক্তি এম এস (মহেন্দ্র সিং) ধোনি। অনেক দিন আগে আমাদের কথা হয়েছিল। সে বলছিল, “তুমি যা ভাবছ, সব সময়ই তার চেয়ে বেশি সময় পাবে।” যত দিন ধরে ওয়ানডে ক্রিকেট খেলছি, ওই একটা ব্যাপার আমার সঙ্গে থেকে গেছে”

ইংল্যান্ডের বিপক্ষে এই জয় খেলোয়াড়দের মানসিকভাবে শক্ত করবে বলে মনে করেন হোপ। সেই সাথে তিনি মনে করিয়ে দিয়েছেন, প্রতিপক্ষকে সবসময় অল্প রানে আটকে দিয়ে শুধু জিতলেই হবে না। ড্রেসিংরুমের সবারই এমন বিশ্বাস থাকতে হবে যে, যেকোনো অবস্থান থেকেই জিততে হবে আমাদের।

হোপের অনুপ্রেরণা ধোনি

হোপ বলেন, “লক্ষ্য যেটিই হোক, আমাদের সেটি তাড়া করতে হবে। যদি আপনি জিততে চান, তাহলে শুধু প্রতিপক্ষকে ১৫০ বা ১৬০ রানে অলআউট করে দিয়েই জিততে পারবেন না—যেকোনো অবস্থান থেকেই জিততে হবে আমাদের। ড্রেসিংরুমে এই বিশ্বাসই থাকতে হবে। যা-ই ঘটুক না কেন, এটিই তৈরি করতে চাইব আমি”

এ বছরের শুরুতে অধিনায়কত্বের দায়িত্ব উঠেছিল হোপের কাঁধে। কিন্তু দলকে বিশ্বকাপে নিয়ে যেতে পারেননি তিনি। নিজের ব্যাটিং পজিশনেও পরিবর্তন এনেছেন হোপ। ওপেনিং থেকে চারে নেমে গিয়ে দারুণ খেলছেন তিনি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img