ব্রিজবেনের চেয়ে আরো ভয়াবহ রুপ ধারণ করেছে হোবার্টের বৃষ্টি। ফলে, ২৪ তারিখ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ গড়াবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা আছে টাইগার শিবিরে।

এর আগে, শনিবার ব্রিজবেন থেকে প্রায় ছয় ঘণ্টার জার্নি শেষে মেলবোর্ন পৌঁছালেও সব বিপত্তি বেধেছে মেলবোর্ন থেকে হোবার্টের পথে। সোয়া একঘণ্টার ফ্লাইট শেষে স্থানীয় সময় দুপুর আড়াইটায় নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও সম্ভব হয়নি। বৃষ্টির কারণে দুই দফায় ফ্লাইট পিছিয়েছে। ম্যাচ ভেন্যুতে যেতে লাগবে আরো সময়। ফলে, বাতিল হয়েছে শনিবারের প্র্যাকটিস সেশন।

অথচ ব্রিজবেন থেকে সরাসরি ফ্লাইট ধরলে লাগতো মোটে তিন ঘণ্টা! সহজ পথ থাকতে টাইগারদের এমন ট্রানজিট করিয়ে ম্যাচ ভেন্যুতে পাঠানোর ব্যবস্থা কেন? মনে প্রশ্ন জাগে, দলটা বাংলাদেশ বলেই কি আইসিসির এমন রসিকতা?
লম্বা সফরে খুব স্বাভাবিকভাবেই ক্লান্ত থাকবে টাইগাররা। আবহাওয়া অনুকূলে থাকলে ম্যাচের আগে ২৩ তারিখ পাবে একটা মাত্র প্র্যাকটিস সেশন। হঠাৎ, নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে নামে মাত্র অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ।