২৭ জুলাই ২০২৪, শনিবার

হোম ম্যাচে মান বাঁচাতে নামবে এভারটন, খেলবে রিয়াল ও লাৎসিও!

- Advertisement -

ইংলিশ লিগে হুটহাট ম্যাচের প্রেডিকশন করাটা বেশ কঠিন। দুনিয়ার একমাত্র লিগ, যেখানে জায়ান্ট আর লিলিপুটের পার্থক্য সবচাইতে কম। মিড টেবিলের দলগুলো ইংলিশ লিগের ক্যাটালিস্ট, তাদের পারফর্মেন্স চ্যাম্পিয়ন কিংবা টপফোর ফিনিশ কারা করবে, সেটা অনেক ক্ষেত্রেই নির্ধারণ করে দেয়। তেমনি এক মিড লেভেল টিম, সাউথহ্যাম্পটন। লিভারপুলকে হারিয়ে চমক দেওয়া দলটাই এখন পরাজয়ের ধারাবাহিকতায়। শেষ আট ম্যাচে একটাও জয় নেই। সোমবার রাতে তাদের প্রতিপক্ষ এভারটন।

হেড টু হেড শেষ পাঁচ ম্যাচে দুটো জয় সাউথহ্যাম্পটনের, একটি এভারটনের। সিজনের বিভিন্ন সময়ে বড় বড় দলকে নাকানি চুবানি দেওয়া এভারটন টেবিলের সাতে, ২৪ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট। তাদের চেয়ে দশ পয়েন্ট পিছিয়ে সাউথহ্যাম্পটন। বাংলাদেশ সময় রাত দুইটায় ম্যাচ।

লা লিগায় একই সময়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং রিয়াল সোসিয়েদাদ। বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে, এক পয়েন্ট পিছিয়ে টেবিলের তিনে রিয়াল। টানা চার ম্যাচ ক্লিন শিট লস ব্ল্যাংকোসদের। প্রতিপক্ষ সোসিয়েদাদ রিয়ালের চাইতে দুই ধাপ পিছনে থাকলেও পয়েন্টের ফারাক কম নয়, ১২! সোসিয়েদাদ শেষ পাঁচ লিগ ম্যাচ অপরাজিত। তাই খেলা থেকে তিন পয়েন্ট তুলতে রিয়ালকে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতাই মোকাবেলা করতে হতে পারে।

ইতালিয়ান লিগে সোমবারের একমাত্র ম্যাচে লাৎসিওর মাঠে খেলতে নামবে রেলিগেশন জোনের তুরিন। শেষ ছয় ম্যাচে পাঁচ ড্র সহ এক জয় তুরিনের। আনবিটেন থাকার ধারাবাহিকতা রেখে টেবিলের গ্রিন জোনে ফিরতে লাৎসিওর বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। ২৪ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে থাকা লাৎসিও তুরিনের বিপক্ষে নিজেদের শেষ চার খেলার সবই জিতেছে। লাৎসিও তুরিনের ম্যাচ রাত সাড়ে ১১ টায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img