১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

- Advertisement -

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাটিতে সিরিজ জয়ের যে লক্ষ্য নিয়ে এসেছিল বাংলাদেশ; প্রথম দুই ম্যাচ হেরে সেই স্বপ্নে লেগেছে বড় ধাক্কা। তাই লক্ষ্যটা এবার শেষ ওয়ানডেতে জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো। সেই লক্ষ্যে সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করবে বাংলাদেশ। একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন হাসান মাহমুদ।

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে টম ল্যাথামদের কখনোই হারাতে পারেনি টাইগাররা। দুই দলের ১৮ বারের দেখায় প্রতিবারই হতাশার গল্প লিখেছে বাংলাদেশ। শেষ ম্যাচে জিতে ইতিহাস পাল্টাতে আত্ববিশ্বাসী নাজমুল হোসেন শান্তর দল।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশকে পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড। খুব সহজেই জয় পেয়েছে স্বাগতিকরা। তবে শেষ ওয়ানডেতে কিউইদের ছেড়ে কথা বলবে না টিম টাইগার্স।

বাংলাদেশ একাদশ:

সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাশ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img