৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

‘হয়তো আরেকটা বিশ্বকাপ খেলবো, হয়তো না’

- Advertisement -

তারকাখ্যাতি বনে গিয়েছিলন বেশ আগেই। মেসি-রোনালদোর পর তিনিই হবেন পরবর্তী ব্যালন ডি’ওর জয়ী তা নিয়েই একটা সময় চলতো বেশ আলোচনা-সমালোচনা। কিন্তু ক্যারিয়ার শুরুর পর থেকে অনেক ব্যাক্তিগত রেকর্ডের পরও ঝুলিতেও যোগ হয়নি ব্যালন ডি’অর।  ক্লাব ক্যারিয়ারের সব ট্রফি জয়ের পরেও কখনো জেতা হয়নি বিশ্বকাপ। ২টি বিশ্বকাপ পেরিয়ে এখন ৩ নম্বর, মাঝখানে চলে গেছে প্রায় ৯ টি বছর কিন্তু ব্রাজিল কে বিশ্বকাপ এনে দেওয়ার স্বপ্নটা এখনো রয়ে গেছে তাঁর।

এবার তাই বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের সংবাদ মাধ্যম ‘গ্লোবো’কে দেয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, ফুটবল এবং ইচ্ছার কথা বলেন নেইমার।

‘ব্রাজিলের হয়ে খেলা আমার ছোট বেলার স্বপ্ন। জাতীয় দলে খেলতে পারাটা অনেকটা স্বপ্নের মতো। আর এর জন্য একদম শুরু থেকেই পরিশ্রম করে আসছি, এখনো করছি, প্রতিদিন নিজের যত্ন নেই,মাঠে নামার আগে নিজেকে প্রস্তুত করি। ফুটবল খেলার জন্য যা প্রয়োজন, করে যাচ্ছি। যেদিন থেকে মনে হবে আর নিজের যত্ন নিতে পারব না, সেদিন থেকে আর ফুটবল খেলব না। মানুষ ঠিক যেমনটা মনে করে ঠিক তা নয়, প্রতিদিন নিজেকে একই ভাবা প্রস্তুত করা এতটা সহজ নয়’

তিনি আরো বলেনঃ

”হয়তো এটাই আমার শেষ বিশ্বকাপ । বাবার সঙ্গে কথা হয়, সবসময়ই তাকে বলেছি প্রতিটি ম্যাচই এমনভাবে দেখি বা খেলি যেন এটাই শেষ। কেন না আগামীকাল কী হবে, সেটা আমি বা আপনি কেউ জানি না। আমি আপনাকে নিশ্চিত করতে পারব না আরেকটা বিশ্বকাপ খেলব কিনা। কারন আমি জানি না পরে কি হবে। তাই এটিকেই শেষ বিশ্বকাপ বলবো। হয়তো আরেকটা খেলা হবে অথবা না। তবে এটা পুরোপুরি নির্ভর করে কোচের উপর, হয়তো কোচের দ্বায়িতে আরেকজন আসবে আর জানিও না সেই কোচ আমাকে পছন্দ করবে কি না।’’

ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে বলেন ‘’আমি আলাদা মানুষ, সুখী মানুষ। নিজের ব্যাপারে কথা বলতে আমার পছন্দ নয়, নিজেকে সেরাদের কাতারে রাখতে চাইনি কখনোই। আমি ফুটবল খেলতে ভালোবাসি, মানুষকে আনন্দ দিতে ভালবাসি, জিততে চাই। পাশাপাশি সতীর্থদের সাহায্য করে যেতে চাই, এটাই আমার কাছে মূল বিষয়। আশা করি সবাই আমার ফুটবল মনে রাখবে, আমার নাম ফুটবল ইতিহাসে খোদাই করা থাকবে।”

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img