২৭ জুলাই ২০২৪, শনিবার

হয় নিয়ম মানো নয়তো এসো না, ভারতকে কুইন্সল্যান্ড সরকার

- Advertisement -

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল মাঠের ক্রিকেট, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর আবার খেলা ফিরেছে মাঠে, তবে ক্রিকেটারদের ঘাড়ে ঝুলে আছে নিয়মনীতির বাড়তি চাপ, সেই চাপ সামাল দিতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত অনেকে। এই যেমন ভারত, অস্ট্রেলিয়া পৌঁছেই তাদের থাকতে হয়েছিল কোয়ারেন্টিনে। সিরিজের পেরিয়ে গেছে অনেকটা, তবে সফররত দলটার পিছু ছাড়ছে না কোয়েরেন্টিন।

সিরিজের শেষ টেস্ট ব্রিজবেনে। তবে কুইন্সল্যান্ড সরকার থেকে জানিয়ে দেয়া হয়েছে সেখানে খেলতে হলে ভারতীয় দলকে আবার যেতে হবে কোয়ারেন্টিনে, স্বাভাবিকভাবেই সফররত দল দ্বিতীয় দফায় কোয়ারেন্টিনের পক্ষে নয়। কুইন্সল্যান্ড সরকারও তাদের সিদ্ধন্তে অনড়, তাদের নীতি, হয় কোয়ারেন্টিন, নয়তো খেলতে আসারই প্রয়োজন নেই।

কুইন্সল্যান্ড সরকারের এমন অনড় অবস্থানের পর, ভারতীয় দল চাইছে ব্রিজবেনের বদলে সিডনিতে খেলতে। এখন ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের আহবানে সাড়া দেয় কিনা সেটাই দেখার বিষয়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img