২৭ জুলাই ২০২৪, শনিবার

১৮৯ রানে অলআউট রাজশাহী, ব্যর্থ তামিম-মুশফিক

- Advertisement -

বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি তানজিদ হাসান তামিম। নামের প্রতি সুবিচার করতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও। বিশ্বকাপ থেকে ফিরে ঘরোয়া লিগেও বড় রান করতে পারেননি তামিম-মুশফিক। ভালো করতে পারেনি তাদের দল রাজশাহীও। চট্টগ্রামের বিপক্ষে মাত্র ১৮৯ রানে গুটিয়ে গেছে তারা।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই প্যাভিলিয়নের পথ ধরেন তামিম। হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে করতে পেরেছেন মোটে ১০ রান। এরপর উইকেটে আসা নাজমুল হোসেন শান্তর সাথে ৮১ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন সাব্বির হোসেন।

তবে বড় ইনিংস খেলতে পারেননি শান্ত। হাসান মুরাদের বলে ইয়াসির আলিকে ক্যাচ দেওয়ার আগে খেলেছেন ৩১ রানের ইনিংস। ৯ বল খেলে রানের খাতা খুলতে পারেননি মুশফিকুর রহিম। হাসান মুরাদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

সাব্বির হোসেন রুম্মনও পারেননি তেমন কিছু করতে। হসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে করতে পেরেছেন মাত্র ২ রান। রাজশাহী ১৮৯ রান পর্যন্ত করতে পেরেছে প্রীতম কুমারের অপরাজিত ৪৭ রানের সুবাদে।

এদিন হ্যাটট্রিক করেছেন নাঈম হাসান। ৪৭তম ওভারের শেষ বলে মোহর শেখকে এলবিডব্লিউ করার পর ৪৯তম ওভারের প্রথম দুই বলে ফিরিয়েছেন সাকলাইন সজীব ও নাহিদ রানাকে।

চট্টগ্রামের হয়ে চারটি উইকেট শিকার করেছেন হাসান মুরাদ। তিনটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও নাঈম হাসান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img